২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে ‘গণহত্যার’ বিচার দাবিতে ময়মনসিংহে মানবপ্রাচীর কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির।
শাপলা গণহত্যার বিচার দাবিতে ময়মনসিংহে ছাত্রশিবিরের মানবপ্রাচীর। ছবি: Niyojito news
----------------------------------------------------------------------------------------------------------------------
সোমবার (৫ মে) বিকালে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে এই মানবপ্রাচীরে অংশ নেন সংগঠনটির কয়েকশ নেতাকর্মী।
কর্মসূচিতে বক্তারা শাপলা ‘গণহত্যাসহ’ সকল গণহত্যার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আট মাস পেরিয়ে গেলেও শাপলা চত্বরে আলেমদের ওপর নির্মম হামলার বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নেতারা অবিলম্বে শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করতে কমিশন গঠনের দাবি জানান।
MMM
ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সভাপতি শরিফুল ইসলাম খালিদ বলেন, ‘২০১৩ সালের ৫ মে ইসলামপ্রিয় জনতা কোনো রাজনৈতিক স্বার্থে নয়, বরং নাস্তিক ব্লগারদের নবীকে অবমাননার বিচার চেয়ে সমবেত হয়েছিল। কিন্তু সেদিনের সরকার রাতের আঁধারে ইতিহাসের নৃশংসতম হামলা চালায়।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয় চাপে সেদিন নিহতদের পরিবার থানায় জিডি করতেও পারেনি। বর্তমান সরকারের উচিত—ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা।’
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শিবির সভাপতি এমদাদুল হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফাজায়েল আহমেদ প্রমুখ।
