এনসিপিকে কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল

rasel miah
0


 সমাবেশের জন্য জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের ছাত্রসমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু এখন তা হবে শাহবাগে।

এর আগে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন করে ছাত্রদল। তারা অনুমতিও পায়। তবে এনসিপির অনুরোধে ছাত্রদল শেষ পর্যন্ত ছাত্রসমাবেশের স্থান পরিবর্তন করল।

আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় ছাত্রদল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি



 রাকিবুল ইসলাম। সঞ্চালনা করেন সেক্রেটারি নাছির 


<script type='text/javascript' src='//pl27294399.profitableratecpm.com/9f/93/fc/9f93fc71acb33906d958fe5c851e4476.js'></script>

Post a Comment

0Comments

Post a Comment (0)