দক্ষিণ এশীয় গেমস (এসএ) সামনে রেখে ১ জুলাই শুরু হওয়া বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের প্রস্তুতি ক্যাম্প বন্ধ হয়ে গেছে ২১ দিন পরই। ফেডারেশনের বর্তমান কর্মকর্তারা যদিও দাবি করেছেন, অর্থাভাব এবং আগের কমিটি রাইফেল–পিস্তল বুঝিয়ে না দেওয়াতেই বন্ধ করে দেওয়া হয়েছে ক্যাম্প। আগের কমিটি বলছে ভিন্ন কথা।
ফেডারেশনের আগের কমিটির উপমহাসচিব মুশতাক ওয়াইজ আজ প্রথম আলোকে জানিয়েছেন, অর্থাভাবে ক্যাম্প বন্ধ হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, ‘ফেডারেশনের প্রায় ১ কোটি ৩৫ লাখের মতো এফডিআর করা আছে ব্র্যাক ব্যাংকে। এটা ইন্টারেস্টসহ এখন আরও বেশি হবে, কম হবে না। এর বাইরে চলতি হিসাবে আছে ১ কোটি ৭৫ লাখ টাকা। এসব যদি বাদও ধরি ফেডারেশন কিন্তু এনএসসি থেকে গেমসের প্রস্তুতির জন্য ২২ লাখ টাকার মতো পেয়েছে। তাহলে টাকার সমস্যা তো হওয়ার কথা নয়!’ এত টাকা থাকার পরও কেন আর্থিক সংকটে ক্যাম্প বন্ধ হবে, প্রশ্ন ওয়াইজের। বর্তমান কমিটিকে এসব অর্থ বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে ফেডারেশনের অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক জি এম হায়দার প্রথম আলোকে বলেছিলেন, টাকা নেই বলে বাধ্য হয়েই ক্যাম্প বন্ধ করতে হয়েছে তাঁদের। ব্যাংকেও নাকি লেনদেন করতে পারছেন না। কিন্তু গত কমিটির উপমহাসচিব বলেন, ‘কাগজপত্র ব্যাংকে জমা দিলে সব ঠিকঠাক করতে দুদিন সময় লাগবে। অথচ আজ ১৩ দিন হয়ে গেল, তারা ক্যাম্প শুরু করতে পারছে না!’