শনিবার (১০ মে) রাত ২টা ৯ মিনিটে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি বিমানঘাঁটির কাছের বাসিন্দা আহমাদ সুবহান প্রথম বিস্ফোরণের শব্দ শোনেন। জোরে কেঁপে ওঠে তাঁর বাড়ির জানালাগুলো। ঠিক তখনই দক্ষিণ এশিয়া পৌঁছে যায় যুদ্ধের দোরগোড়ায়।
প্রায় তিন সপ্তাহ ধরে চলা উত্তেজনার জেরে সেদিন ভোরে পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকের শুরু হওয়া সবচেয়ে তীব্র লড়াই চরম আকার ধারণ করে।
বিশ্বের অন্যতম জনবহুল অঞ্চলটির আকাশে শুরু হয় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের আনাগোনা। পাকিস্তানের কর্মকর্তারা জানান, শীর্ষ পারমাণবিক নীতিনির্ধারণী কমিটির জরুরি বৈঠক আহ্বান করবেন তাঁরা।
